সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের লেনদেন আগামীকাল ১৩ মার্চ, মঙ্গলবার শুরু হবে। ওইদিন দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “QUEENSOTH”। আর ডিএসই কোম্পানি কোড হবে ১৭৪৭৬।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কোম্পানির লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি কোম্পানিটি লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করেছে।
গত ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। তার আগে গত ১৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
আইপিও’র মাধ্যমে, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১ টাকা ৪২ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ২০ পয়সা।
সূত্র জানায়, কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়্যার হাউজ নির্মাণ, নতুন ম্যাশিনারিজ আমদানি, কারখানা আধুনিকায়ন, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আরএম/