কুইন সাউথ টেক্সটাইল মিলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর রমনাতে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এরআগে গত ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬২ গুণ এবং বিদেশি বিনিয়োগকারীদের থেকে ৯৭ হাজার আবেদন জমা পড়েছে।
গত ১৪ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কুইন সাউথ টেক্সটাইলমিলসের আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০টাকা।
আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি স্বয়ংক্রিয় ওয়ারহাউজ নির্মাণ, মেশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণপরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
কুইন সাউথ টেক্সটাইল মিলসের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আজকের বাজার : সালি / ১ ফেব্রুয়ারি ২০১৮