কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ইয়াবা বিক্রেতার কামড় খেয়ে আহত এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল সোমবার বিকালে উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইয়াবা বিক্রেতা আহম্মেদ হোসেন আরমানকে (২০) গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, মাদক উদ্ধারের উদ্দেশ্যে কনস্টেবল সন্তোষ কুমার সাদা পোশাকে ক্রেতা সেজে আরমানের সাথে যোগাযোগ করেন। পরে আরমানের কথা অনুযায়ী কলেজ মাঠে তার সাথে দেখা করেন সন্তোষ। সেখানে ইয়াবা হস্তান্তরের সময় তিনি আরমানকে জাপটে ধরেন। কিন্তু আরমান পুলিশ সদস্যের বাম হাতের বৃদ্ধা আঙুলে সজোড়ে কামড় দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।
এতে সন্তোষের আঙুলের নখ উপড়ে গিয়ে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান।
এদিকে, ওই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সাত পিস ইয়াবাসহ আরমানকে তার বাড়ি থেকে আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’