উলিপুর উপজেলার মাদারটারী গ্রামে পারিবারিক কলহের জের ধরে রবিবার ভোরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
মৃত আনাস মিয়া (২৭) ওই গ্রামের সোহরাব হোসেন খোকার ছেলে।
ধরণীবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু জানান, ৬ মাস আগে আনাস মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এর জের ধরে রবিবার ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
আনাস মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।