কুড়িগ্রামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে শিল্পী, কলাকুশলী ও বিশিষ্টজনদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেককাটা, এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক শফি খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সফিকুল ইসলাম দুদু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। চিলমারী উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুরুপ কর্মসূচি পালিত হয়। (বাসস)