কুতুপালং শিবিরে সব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে

মায়ানমারে সহিংসতার মুখে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালংয়ের শিবিরে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, এ মাসের মধ্যেই সব রোহিঙ্গাকে এক জায়গায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে অন্য জায়গায় থাকা দুটি ক্যাম্পের রোহিঙ্গাদের এখানে নিয়ে আসা হয়েছে।

১১ অক্টোবর বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ত্রাণমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ছিল এ মাসের ১৫ তারিখের মধ্যে এ সংক্রান্ত কাজ সম্পন্ন করা। কিন্তু বৃষ্টিসহ কিছু কারণে আরও কয়েক দিন সময় লাগবে।

এর আগে, ইউনিসেফের পক্ষ থেকে সেখানে প্রায় ১০ হাজার শৌচাগার করে দেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়।

উনিসেফের পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এডআর্ট বেগবেদার ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুল কবির।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য, সেনিটেশন ও সুপেয় পানি ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর লক্ষ্যে সরকার দেশি-বিদেশি সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ৩৫ হাজার টয়লেট প্রয়োজন। সরকার ইতোমধ্যে ৭ হাজারের অধিক টয়লেট নির্মাণ করেছে। অবশিষ্ট টয়লেট ইউএনএইচসিআর, আইওম ও অন্যান্য এনজিও নির্মাণ করবে। রোহিঙ্গা ক্যাম্পে ইতোমধ্যে বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়েছে এবং এ কাজ চলমান রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ১১ অক্টোবর ২০১৭