চট্টগ্রামের বাঁশখালী থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হলে তিনজন নিখোঁজ রয়েছে।
বুধবারের এ ঘটনায় উদ্ধার চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হয়নি।
নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিসের ডুবরিদল। তাদের সহোযোগিতা করছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী আরমান বাংলাদেশ জার্নালকে বলেন, যে ট্রলারটি ডুবেছে আমরা তার পাশের ট্রলারে ছিলাম। আমরা হঠাৎই দেখলাম চলতে চলতে ট্রলারটি উল্টে যাচ্ছে। আমরা কিছু বুঝে ওঠার আগে ট্রলারটি উল্টে যায়। এরপর আমরা আমাদের ট্রলারটি উল্টে যাওয়া ওই ট্রলারটির কাছে নিয়ে যাই। এবং আমাদের ট্রলারে থাকা যাত্রী তোলার সিড়ি দিয়ে যারা আশপাশে ছিলো তাদের আমাদের ট্রলারে তুলে নেই।
এ ঘটনার অপর এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা যখন ওই ট্রলারটিকে উল্টে যেতে দেখলাম তখন ওই ট্রলারের উপর এটিকে ধরে একজনকে ঝুলতে দেখেছি। আমরা আমাদের ট্রলারে থাকা কিছু বয়া পানিতে ভেসে থাকা যাত্রীদের দিকে এগিয়ে দেই।
এদিকে উদ্ধার নিহতের সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশ জার্নাল/এইচকে