কক্সবাজারের কুতুবদিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ তালিকাভুক্ত এক জলদস্যু নিহত হয়েছেন। নিহতের নাম দিদারুল ইসলাম ওরফে মৌলভী দিদার (৩২)।
মঙ্গলবার (২০ নভেম্বর) ভোর রাতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্য আমজাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান।
নিহত দিদারুল ইসলাম কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের উত্তর আমজাখালী এলাকার মৃত ইউসুফ নবীর ছেলে।
র্যাবের এ কর্মকর্তা জানান, দিদারুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত জলদস্যু। সে একটি বাহিনী গঠন করে। তার নামে কুতুবদিয়া ও মহেশখালী থানায় ১৩ টি মামলা ছিল।
তিনি বলেন, সাগরে জলদস্যুতার প্রস্তুতি নিতে কিছু জলদস্যু জড়ো হয়েছে এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। জলদস্যুরা টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে জলদস্যুরা এক পর্যায়ে পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ সময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৭টি বন্দুক, ২০ রাউন্ড গুলি ও ৯টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মেজর মেহেদী।
আজকের বাজার/এমএইচ