কুবিতে অনুপ্রাস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বুধবার কেক কেটে ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আবৃত্তি ও উপস্থাপনাকে মূল ভিত্তি করে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এরই মধ্যে স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়েছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, উপদেষ্টা ও ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট মো. রবিউল আউয়াল চৌধুরী, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, উপদেষ্টা জাহিদুল আলম, উপদেষ্টা সুমাইয়া আফরিন সানি, শুভব্রত সাহা, নূর রাজু, ছাত্রলীগ সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ, ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অনুপ্রাসের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মরিয়ম আক্তার সোনিয়া, সভাপতি আনোয়ার হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আলাউদ্দীন হোসেনসহ বিভিন্ন বিভিাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদস্যরা।

আজকের বাজার : আরএম/১৪ ফেব্রুয়ারি ২০১৮