আইটি সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে বেসিক আইটি বিষয়ক কর্মশালা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি।
বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
দিনব্যাপী এ কর্মশালায় কম্পিউটার উইন্ডোজ, পার্টিশন, জি-মেইল, ফেইসবুক সিকিউরিটি, ডাটা রিকভারি ও এন্টিভাইরাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক এনএম রবিউল আউয়াল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইকিউএসি এর পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানসহ আইটি সোসাইটির নেতৃবৃন্দরা।
আরএম/