কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিবারের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি যথাযথ সম্মানের সাথে পালিত হয়েছে।ইউনেস্কো স্বীকৃত 'বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্থান পাওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় পরিবার।
শনিবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে র্যালি বের করা হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে সামনে সংক্ষিপ্তে আলোচনা সভার মধ্য দিয়ে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মীর শাহাদাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়