কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্টুডেন্ট’স ইউনিয়ন অব নাঙ্গলকোট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ উদ্দীন অন্তর কে সভাপতি এবং একই ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ ৪র্থ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ, নিজাম উদ্দিন, মোঃ শাহনেওয়াজ তামিম, জাহিদ হাসান ইভান, নাজমুল হাসান।
যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাথী আক্তার, সাইফুর রহমান ফয়সাল, সিরাজুল ইসলাম আদনান।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, মাহিন উদ্দিন, কাউছার আলম হ্নদয়, জাহিদুল ইসলাম, ইমদাদুল হক শামীম।
উল্লেখ্য, নতুন এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
মীর শাহাদাত, কুবি