কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডিবেটিং ক্লাবের ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে হলের টিভি রুমে নতুন কমিটির প্রধান মডারেটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন এবং বিদায়ী আহ্বায়ক হানিফ ওয়াহেদ স্বাক্ষরিত ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হলেন , নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ এনামুল হক এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান ও আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ধ্রুব চন্দ্র বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জোবায়ের আহমাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহাগ মনি, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ নুরউদ্দীন হোসাইন, প্রচার সম্পাদক মীর মোঃ ইকবাল, কার্যকরী সদস্য সাকিব আল হাসান, শাকিল আহমেদ এবং চন্দন রায়। উল্লেখ্য, আগামী ১ বছর এ কমিটিকে দায়িত্ব পালনের জন্য অনুমোদন দেয়া হল।
মীর শাহাদাত, কুবি