কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ও ক্যাফে মার্কেটিং এর আয়োজনে ‘বিজনেস টক’ শীর্ষক দিনব্যাপি সেমিনারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সভাপতি ও ব্যবসা অনুষদের ডিন অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
সেমিনারের প্রধান আলোচক ছিলেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক ফরহাদ আক্তার; মো. শাহরিয়ার, কর্পোরেট ক্যারিয়ার টিপস এর প্রতিষ্ঠাতা হোসাইন জয়, আইবিপিএল এর সেলস ম্যানেজার আবদুল্লাহ সুজন; সেলস লাফস গ্যাসের ব্যবস্থাপক সাইয়েদ মহিদুল ইসলাম মঈন এবং আইবিএল এর এরিয়া সেলস ম্যানেজার অমিত সিনহা রয়।
মার্কেটিং ৮ম ব্যাচের শিক্ষার্থী আবদুল আজিজ ও ফারজানা আক্তার আদ্রীতার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ছাত্র উপদেষ্টা মো. মঈনুল হাসান।
রাসেল/