কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয় গতকাল সোমবার (৩০সেপ্টেম্বর)।
এতে ছয়টি অনুষদের অধীনে মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। এবং তিনটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন শিক্ষার্থী ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন করে ২৬ হাজার ৯৭৫ জন এবং ‘বি’ ইউনিটে মোট ৪৫০ টি আসনে ভর্তির জন্য আবেদন করে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০ টি আসনে ভর্তির জন্য আবেদন করে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী।
মীর শাহাদাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়