কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আমিনুর বিশ্বাস কে সভাপতি এবং একই বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মীর শাহাদাত হোসেন কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখার পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি আগামী ১ বছর কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মীর শাহাদাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়