কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে আঞ্চলিক সংগঠন ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছে একই ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ।
শনিবার (১৬ অক্টোবর) বিদায়ী সভাপতি মাহবুব হাসান ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
মীর শাহাদাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়