কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আজ রোববার, ২২ ডিসেম্বর থেকে।
বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ ও ২৮ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
স্বল্পমেয়াদি এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি।
আজকের বাজার/এমএইচ