কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য ও দৈনিক পুর্বাশার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মাহিকে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
মঙ্গলবার প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসরাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী যৌথ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরাসহ স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারা অবাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা।
অকারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের এ হামলার ঘটনা ‘ন্যক্কারজনক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অন্তরায়’। আমরা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।
উল্লেখ্য, গত রোববার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক মহিউদ্দিন মাহিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
অন্তু/রাসেল