কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও মানববন্ধনে অংশ নেয়।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, মাজহারুল ইসলাম হানিফ, আবু বকর সিদ্দিক, জাহিদ জুয়েল, তরিকুল ইসলাম ও ফারজানা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রায় ২ বছর পার হলেও এখনও মামলাটি তদন্ত কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। খুব দ্রুত তদন্ত প্রতিবেদন আলোতে আসবে বলে প্রত্যাশা রাখি। হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করে সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবিও জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৬ সালের আগস্ট মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সংঘর্ষে জড়িয়ে পরে শাখা ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষ। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাইফুল্লাহ। সে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলো।
রাসেল/