কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।’ শুক্রবার রাতে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
কমিটির আহ্বায়ক হিসেবে মনোনিত করা হয়েছে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাহরিয়ার মাহমুদকে। যুগ্ম-আহ্বায়ক মনোনিত হয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. আনিসুর রহমান।
আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার মাহমুদ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, প্রথম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান মাসুদ, মো. মাহবুবুর রহমান, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল কাইয়ুম, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আব্দুল আলিম, মো. দেলোয়ার হুসাইন, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম জুয়েল, মো. মনির হোসেন এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ।
আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নসহ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮