কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী কাজল হোসাইনকে সভাপতি এবং একই ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
রোববার (০৯ জানুয়ারি) বিকালে সদ্য বিদায়ী সভাপতি সজিব বণিক ও সাধারণ সম্পাদক এম সাকিব হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আফজাল হোসেন, জয় সরকার, ইউসুফুল হক, জুবায়ের আহমেদ, জায়াঙ্গীর আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইকরাম হোসেন, ওয়াকিল আহমেদ, মোহাম্মদ আন্দাল, আবু সালেক।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুজ্জামান মিলকী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কায়সার ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এম এ হাসান রনি।
উল্লেখ্য, নবকমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণ করার মাধ্যমে আগামী এক বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে।
মীর শাহাদাত, কুবি