কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীনতম ব্যাচের ক্লাস আজ রোববার শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীরা গত মাসের ২৩ এবং ২৪ তারিখ ভর্তি পরীক্ষা দেয়।
এরপর ১১ মার্চ এবং ১২ মার্চ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকার। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয় ১২ মার্চ। পরে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে। তারপর ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলে মাইগ্রেশন কার্যক্রম।
সব কিছু শেষে আজ শুরু হয়েছে১২তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস।
এদিকে নবীনতম এ ব্যাচটির ক্যাম্পাসে আগমন উপলক্ষে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্বাগত জানিয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আরএম/