কুবির বাসে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং অনুষদগুলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাথে বৈঠকে বসেন।

জানা যায়, রোববার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর পুলিশ লাইন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাসে হামলা চালিয়ে ভাংচুর করে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি কলেজের শিক্ষর্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক না করায় বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমরা বিভিন্ন সময় বহিরাগতদের হাতে লাঞ্ছিত হয়েছি। এ ঘটনার বিচার না হলে আমরা কোনো ভাবেই নিরাপদ থাকতে পারবোনা। আমাদের নিরাপত্তার জন্যই এ ঘটনার বিচার হওয়া জরুরি।

এদিকে প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে আলোচনায় থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাসেল/