কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আগামী বছরের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু হচ্ছে ১ম সমার্বতনের রেজিস্ট্রেশনের কার্যক্রম। প্রশাসনিক ভবনের ২য় তলায় সমাবর্তন অফিস কক্ষে আজ দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন আয়োজন প্রস্তুতি কমিটির আহবায়ক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন এবং রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রীপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ট ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত ওয়েবসাইটে www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৯ খ্রিঃ।
মীর শাহাদাত, কুবি