কুমিল্লাকে হারিয়ে নাসির বাহিনীর জয়

দুপুরে দুইটায় সিরেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক সিলেট সিক্সার্স। বিপিএলের দ্বিতীয় দিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট সিক্সার্সকে ১৪৬ রানের লক্ষ দিয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস।
শেষ পর্যন্ত আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। ৪ উইকেট আর এক বল হাতে রেখে জয় পায় সিলেট সিক্সার্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। টানা দ্বিতীয় জয় পেতে ব্যাটিংয়ে নেমে সিলেট ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। এ নিয়ে পর পর দুই ম্যাচ জিতে সিলেট ভাষছে আনন্দে।
আজকের বাজার : সালি / ০৫ নভেম্বর  ২০১৭