কুমিল্লায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৮ জনের। করোনায় নতুন করে সিটি করপোরেশন এলাকায়, চান্দিনা ও দেবিদ্বারে একজন করে মোট তিনজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়াল।
বুধবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনায় আক্রান্তদের মধ্যে নতুন করে ৩৪ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১৪৯ জন।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, চৌদ্দগ্রামের ছয়জন, বুড়িচং, মনোহরগঞ্জ, আদর্শ সদর, চান্দিনা, দাউদকান্দি, ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণের একজন করে, লাকসাম, বরুড়া ও হোমনার দুইজন করে, মুরাদনগরের তিনজন ও দেবিদ্বারের পাঁচজন রয়েছেন।
এদিকে, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৫ জন, মনোহরগঞ্জ ও দেবিদ্বারে ছয়জন করে, নাঙ্গলকোটে চারজন এবং সদর দক্ষিণে তিনজনসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান