জেলার মনোহরগঞ্জে আজ ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। বেলা ১১ টায় উপজেলার ৩টি পুকুরে ৩৮৮ কেজি পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান বাসসকে বলেন, ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ২টি প্রাতিষ্ঠানিক ও একটি উন্মুক্ত জলাশয়ে ৩৮৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম, উপজেলার মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপজেলা সমবায় অফিসার তানভীর আহমেদ, উপজেলা কৃষি অফিসার সৌরভ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাশেদ মিয়াজি প্রমূখ। (বাসস)