জেলার দেবিদ্বার উপজেলার ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছেন নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী। আজ সকাল ১০টায় দেবিদ্বারের পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের সময় তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারে মাঝেও কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঠানো প্রায় ৭ হাজার পিস কম্বল উপজেলার বিভিন্ন স্থানে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষ খুঁজে খুঁজে কম্বল পৌছে দিচ্ছি। তিনি আরও বলেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান