কুমিল্লা বরুড়া উপজেলার খোসবাশ ইউনিয়নে মঙ্গলবার রাতে টমেটো খেত থেকে আমেনা বেগম (২৬) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, নবীপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে আমেনা বেগমের মৃতদেহ বাড়ির পাশে টমেটো খেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, আমেনা বেগমের মুখে গামছা ঢুকানো ছিল। সাত বছর আগে স্বামীর সাথে বিয়ে বিচ্ছেদ হয় তার।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে বরুড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আজকের বাজার/লুৎফর রহমান