কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ২৩৪

কুমিল্লায় শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৩৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নিয়তুজ্জামন। তিনি জানান, জেলার ১৬ উপজেলায় করোনায় আক্রান্ত সন্দেহে ৩০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানোর পর আজ সকালে নয়জনের ফল নেগেটিভ এসেছে। বাকিদের ফল পরবর্তীতে ঢাকা থেকে পাঠানো হবে বলে জানান তিনি।

ডা. নিয়তুজ্জামন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজন হোম কোয়ারেন্টাইনে ঢুকেছেন। এ নিয়ে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৩৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া ১৪৫ জন হোম কোয়ারেন্টাইন শেষে মুক্তি পেয়েছেন।’ সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান