কুমিল্লার বিভিন্ন উপজেলায় ১ হাজার ৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে বেশিরভাগই প্রবাসী।
তিনি জানান, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার প্রবাসী বিভিন্ন দেশ থেকে কুমিল্লায় এসেছেন। একারণে কুমিল্লা করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার