কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারীসহ দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী যাত্রী নোয়াখালীর বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেলেও অপরজনের কোনো পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস হাড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় বলে জানান তিনি। নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সালেহ আহমেদ জানান, আহতদেরকে কুমিল্লা চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় চান্দিনা থানায় মামলা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান