জেলার চান্দিনায় আজ হিন্দুধর্মীয় সর্বজনীন প্রতিষ্ঠান মন্দির সংস্কার ও হিন্দু পরিবারের দুস্থ ব্যক্তির আর্থিক সাহায্য অনুদান এর চেক বিতরণ করা হয়েছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজন।
আজ বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এ চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ সেই নীতিতে দেশে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি কার্যকরি ভূমিকা অব্যাহত রেখেছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময় হিন্দু কল্যাণ ট্রাস্টকে একটি অকার্যকর প্রতিষ্ঠানকে পরিণত করেছিল। আজ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সারা দেশে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক লিটন চৌধুরী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূঁইয়া প্রমুখ। (বাসস)