কুমিল্লা উত্তর জেলা যুবলীগের উদ্যোগে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মশক নিধন কর্মসূচির উদ্বোধন হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিতাস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন স্প্রে করা হয়।
উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, সদস্য কামাল পারভেজ, সদস্য হালিম সৈকতসহ আরও অনেকে।
সারোয়ার হোসেন বাবু জানান, ইদানিং এডিস মশা গ্রামে-গঞ্জে বেড়ে গেছে। তাই এডিস মশা নিধনেও যুবলীগ মানুষের পাশে রয়েছে। পরে নেতৃবৃন্দ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এবং তিতাস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন স্প্রে করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান