উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটকেন্দ্র দখলের চেষ্টা অভিযোগে তিতাস উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রগুলো হচ্ছে- দাসকান্দি, ভিটিকান্দি, বন্দেরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার এ সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে কেন্দ্রগুলো আবার কখন ভোটগ্রহণ চালু হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ১০৭টি উপজেলায় রবিবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে।
কোনো বিরতি ছাড়াই এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রথম তিন ধাপের মতো চতুর্থ ধাপের নির্বাচনও অনেকটা একতরফা হচ্ছে। বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো ভোট বর্জন করায় এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম।
নির্বাচনে মোট দুই কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪ জন ভোটার ভোট দিতে পারবেন। নির্বাচনী এলাকাগুলোতে রবিবার সাধারণ ছুটি