জেলার দাউদকান্দিতে আজ ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট ৩টি ড্রেজার মেশিন অপসারণ করে ধ্বংস করেছে। এ সময়ে ড্রেজার মালিক দুই জনকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
আজ দুপুর ১২টায় উপজেলার জিংলাতলী এবং ইলিয়টগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বাসসকে বলেন,
অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে ২ জন ড্রেজার মালিকের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দাউদকান্দি মডেল থানার একটি টিম মোবাইল কোর্টকে সহযোিগতা করেন।