ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১ আগস্ট ওই আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হয়। এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট।
গত ২৫ জুলাই কুমিল্লার একটি আদালত খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেন। সেই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করে জামিন আবেদন জানালে আজ ছয় মাসের জামিন দেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
গত ২৩ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে নাশকতার ঘটনায় করা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার বিশেষ জজ আদালত-১ কে নির্দেশ দেন হাইকোর্ট।
এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার একটি আদালত। এর পর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন।
এর আগে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
আজকের বাজার/এমএইচ