কুমিল্লার নাশকতা মামলায় ফের খালেদার জামিন আবেদন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে পেট্রল বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় ফের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৯ জুলাই) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদন করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ জুলাই বুধবার কুমিল্লার আদালত এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সে আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করেছি এবং ম্যাডামের জামিন চেয়েছি।

এর আগে গত সোমবার হাইককোর্ট এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করতে আদেশ দিয়েছিল। সে মোতাবেক বুধবার কুমিল্লার আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। সে আদেশের বিরুদ্ধে আজ হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর গত ১৬ জুলাই আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। এরপর মামলার কার্যক্রম মুলতবি করেন হাইকোর্ট।

আজকের বাজার/এমএইচ