বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৬তম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্স। মিরপুরে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।
৯ ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুশফিকের দল খুলনা টাইগার্স। অন্যদিকে ১০ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পাঁচে আছে মালানের কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই দু’দলের সামনে।
দুই দলের সম্ভাব্য সেরা একাদশ:
খুলনা টাইগার্স একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, রাইলি রুশো, শামসুর রহমান, নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, আলিস ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও শফিউল ইসলাম।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: ডেভিড মালান (অধিনায়ক), মুজিব-উর-রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, ভ্যান জিল, ডেভিড উইসি, সৌম্য সরকার, সাব্বির রহমান, আল-আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার।
আজকের বাজার/আরিফ