জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা চৌমুহনী জাহাঙ্গীর আলম সুপার মার্কেট চত্বরে আজ সোমবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা দীপ্ত ছবি দিয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফলক উদ্বোধন করা হয়েছে।
মুরাদনগর সংসদীয় আসনের এমপি এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এ প্রতিকৃতি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর, জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ হুমায়ুন মাহমুদ, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, হারুন আল রশীদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।