আজকের বাজার ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সাথে তাঁর মালামাল জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর রমনা থানায় দুদকের দায়ের একটি মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন। এদিকে এ মামলায় সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আদালত এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ মে দিন ধার্য করেন।
২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তিনি।
আজকের বাজারঃআরআর/এলকে/১৮-০৪-২০১৭