জেলার হোমনা উপজেলার দুলালপুর বাজারে আজ সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত ৫টি ওষুধে দোকানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
এ সময় রোকেয়া ডেন্টাল কেয়ারে রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ও অপর একটি ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারুক ও হোমনা থানা পুলিশ।
এ বিষয়ে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বাসসকে বলেন, রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ও অপর একটি ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা কর হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান