জেলার হোমনা উপজেলা যুবলীগের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি উপহার বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১১টায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগেরহাট বাজার ইউনিয়ন যুবলীগের রাজনৈতিক কার্যালয়ের সামনে ৬ ও ৮ নং ওয়ার্ডে অসহায়দের মধ্যে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান খন্দকার বাসসকে জানান, প্রতি বছরের মতো এবারো অসহায় ও দুস্থদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন কাপড় উপহার হিসাবে বিতরণ শুরু করেছি। চান্দেরচর ইউনিয়নের সবকটি ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান তসলিম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. তানভীর আহাম্মেদ মনির, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ খন্দকার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান