আগামীকাল ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত চার দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ১৭টি উপজেলায় ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস ১লাখ ২৬ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে উদযাপনের কর্মসূচি সম্পর্কে জানান। তিনি বলেন- জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উদযাপনে ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত জেলার ১৭টি উপজেলায় ৪৭৫৯টি কেন্দ্রে ৯ হাজার ৫১৮ জন স্বাস্থ্য কর্মী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস জয়া, ডা. সানজিদা জাহান মিথিলা ও সাংবাদিকগণ।