জেলার বিভিন্ন স্তরের ৩৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শেখ রাসেল স্কুল অব ফিউচার গঠনের কার্যক্রমও চলছে।
বিজ্ঞান শিক্ষাকে বেগবান করার লক্ষ্যে দেশে এ প্রথম বারের মতো জেলার ১৭ উপজেলায় রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবও গঠন করা হয়েছে। তথ্য-প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ার জন্য কুমিল্লা জেলাপ্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে কালেক্টরেট ফ্যাবল্যাব। এসব ল্যাব হচ্ছে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে জ্ঞান আহরণের সূতিকাগার। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী বলেন, এসব কার্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষকদের উজ্জীবিত করতে ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ২ হাজার শিক্ষার্থীকে রোবটিক্স, প্রোগ্রামিং বিষয়ক ওরিয়েন্টশন এবং সহ¯্রাধিক শিক্ষার্থীকে প্রোগ্রামিং, রোবটিক্স এবং পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক শিক্ষাদানের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান