পর্যাপ্ত সরবরাহ থাকার পরও গুজব ছড়িয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে মঙ্গলবার কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
জেলা শহরের রাজগঞ্জ, চকবাজার, রাণীরবাজার ও নিউমার্কেটসহ ১৭ উপজেলায় একযোগে এ অভিযান চালানো হয়। এ সময় ৪০ দোকানের বিরুদ্ধে সমান সংখ্যক মামলা দেয়া হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু ব্যাপারী বলেন, ‘বেশি দামে লবণ ও পোঁয়াজসহ খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে জেলাব্যাপী অভিযান চালানো হয়। ১৭ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১৬ সহকারী কর্মকর্তা (ভূমি) এবং ৮ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৪১টি দল অভিযান চালায়। এ সময় ৪০টি মামলায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে চৌদ্দগ্রামে একজনকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।’
এদিকে, লবণ নিয়ে সৃষ্ট গুজব মোকাবিলায় সন্ধ্যায় জেলা প্রশাসনে এক জরুরি বৈঠক হয়। এ সময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, সম্প্রতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে দেশে লবণের ১৬ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাহিদা থাকলেও এবার উৎপাদন হয়েছে ১৮ দশমিক ২০ লাখ মেট্রিক টন।
আজকের বাজার/এমএইচ