কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভা

একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার এবং রায় কার্যকরের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর টাউন হল মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য যুবনেতা আনোয়ার হোসেন মিঠু।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ নেতা বশির আহাম্মেদ, জাসদ সংগঠক অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, সাংস্কৃতিক সংসদের সভাপতি মো. আবুল কাশেম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অচিন্ত দাস টিটু, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন কবির, শাহজাদা টুটুল, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, সদস্য জুলিয়াস মাকসুদ জ্যোতি, শাহিনুল ইসলাম, স্বজল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক অর্নব সিংহ রায়।

অনুষ্ঠান পরিচালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুমিল্লা মহানগর শাখার সদস্য কুমিল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুকী তাপস। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান