কুমিল্লার বুড়িচং উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে এক মানসিক প্রতিবন্ধী কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (১৮) কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার রাতে বাড়িতে আগুন লাগে। গেল কয়েকদিন আগে আলাউদ্দিনের কিছুটা মানসিক সমস্যা হওয়ায় তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আলাউদ্দিন ওই সময় ঘরের ভেতরে ছিলেন। তিনি বলেন, ‘চিৎকার শুনে আলাউদ্দিনের মা ছেলেকে বাঁচানোর চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান