কুমিল্লায় আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামের ওই বাসিন্দা ঢাকায় একটি চালের আড়তে কাজ করতেন। তার বয়স ৪৮ বছর। বিরামকান্দি গ্রামটি লকডাউন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তার।
জানা যায়, তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামের ওই ব্যক্তি গত চারদিন আগে জ্বর, সর্দিতে আক্রান্ত হন। পরে কুমিল্লার তিতাসে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করে। বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটা চাল কলে কাজ করতেন। জ্বর, কাশি দেখা দেয়ায় গত ৮ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার রিপোর্ট পজেটিভ আসে।
আপাতত ওই ব্যক্তিকে তার বাড়িতে চিকিৎসা দেয়া হবে এবং উপজেলা থেকে তার শারীরিক অবস্থা মনিটরিং করা হবে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে কুমাল্লার বুড়িচং উপজেলায় দুই শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।